Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুষ্টিয়ার গগন হরকরা || প্রথম ফটোটি কুষ্টিয়া নিশান মোড়ের স্ট্যাচু, বাকিগুলো AI এর তৈরি

 কুষ্টিয়ার গগন হরকরা || প্রথম ফটোটি কুষ্টিয়া নিশান মোড়ের স্ট্যাচু, বাকিগুলো AI এর তৈরি!

গগন হরকরা বা গগন চন্দ্র দাস বাংলা লোকসঙ্গীতশিল্পী, সঙ্গীত রচয়িতা ও বিশিষ্ট বাউল গীতিকার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার সুর রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহ করেছিলেন গগন হরকরার রচিত একটি গানের সুর হতে। জন্ম অধুনা বাংলাদেশের শিলাইদহের নিকটস্থ আড়পাড়া গ্রামে। পেশা ছিল শিলাইদহ ডাকঘরে চিঠি বিলি করা। রবীন্দ্রনাথের সঙ্গে তার বিশেষ অন্তরঙ্গতা ছিল এবং প্রায়ই দুজনে রসালাপ ও সঙ্গীত চর্চা করতেন।[২] রবীন্দ্রনাথ তার গুণমুগ্ধ ছিলেন। রবীন্দ্রনাথের "যে তোমায় ছাড়ে ছাড়ুক" ও "আমার সোনার বাংলা" গান দুটি, গগন হরকরার যথাক্রমে "ও মন অসাড় মায়ায় ভুলে রবে" ও "আমি কোথায় পাব তারে" গান দুটির সুর ভেঙে রচিত হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ